কারা কর্তৃপক্ষের অবহেলাতে পিন্টুর মৃত্যু
পিলখানা হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা নাসির উদ্দিন আহম্মেদ পিন্টুর মৃত্যুর জন্য কারা কর্তৃপক্ষকে দায়ী করছে বিএনপি। দলটির পক্ষ থেকে বলা হয়েছে কারা কর্তৃপক্ষের অবহেলার কারণেই মৃত্যু হয়েছে পিন্টুর।
রোববার দুপুরে পিন্টুর মৃত্যুর পর বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ আনেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।
তিনি বলেন, ‘গত মাসের ২০ তারিখে পিন্টুকে নারায়ণগঞ্জ কারাগার থেকে রাজশাহী কারাগারে স্থানান্তর করা হয়। এরআগে পিন্টুর আইনজীবী আদালতকে জানিয়েছিলেন তার শারীরীক সমস্যার কথা। ওই প্রেক্ষিতে আদালত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে পিন্টুর চিকিৎসার নির্দেশ দেন। কিন্ত কারা কর্তৃপক্ষ আদালতের নির্দেশ উপেক্ষা করে তাকে রাজশাহী কারাগারে স্থনান্তর করে।’
রিপন আরো বলেন, ‘পিন্টু রাজশাহী কারা হাসপাতালে ছিলেন। কারা হাসপাতাল কর্তৃপক্ষ তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করতে বলেছিলেন। কিন্তু সেটা করা হয়নি। কারা কর্তৃপক্ষ তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করেছেন। অর্থাৎ কারা কর্তৃপক্ষের অবহেলার কারণেই পিন্টুকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছে।’
কারা কর্তৃপক্ষের অবহেলাতে পিন্টুর মৃত্যু
Reviewed by sohel
on
09:06
Rating: