মাই চয়েস নিয়ে নীরবতা ভাঙলেন দীপিকা

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ‘মাই চোয়েস’ ভিডিও নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। এ নিয়ে বিতর্কের মুখেও পড়তে হয়েছে তাকে। কিন্তু সে সময় নীরবই থেকেছেন এ অভিনেত্রী। অবশেষ বিষয়টি নিয়ে নীরবতা ভাঙলেন দীপিকা।
সম্প্রতি তার পরবর্তী পিকু সিনেমা নিয়ে একটি সাক্ষাৎকারে হাজির হয়েছিলেন দীপিকা। এ সময় পিকু নিয়ে বিভিন্ন আলোচনার মাঝে তার ‘মাই চয়েস’ ভিডিও নিয়ে বিতর্কের বিষয়ে প্রশ্ন করা হয় তাকে।
এ সম্পর্কে দীপিকা বলেন, ‘মিডিয়া এবং জনগণ আমাকে এ বিষয়ে অনেক দোষারোপ করেছেন। অনেকেই বলেছেন আমি এ বিষয়গুলোকে সমর্থন করি। কিন্তু এ বিষয়টি সত্য নয়। আমার বক্তব্য নিয়ে অনেকেই তাদের নিজস্ব মতামত প্রকাশ করেছেন। সেটি নিয়েও আমি কোনো চিন্তা করিনা।’
তিনি আরো জানান, তার সম্পর্কে যতই সমালোচনা হোক না কেন প্রয়োজন হলে তিনি আবারো তার নিজস্ব মত প্রকাশ করবেন।’
মাই চয়েস নিয়ে নীরবতা ভাঙলেন দীপিকা
Reviewed by sohel
on
12:32
Rating:
Reviewed by sohel
on
12:32
Rating:

