Top Ad unit 728 × 90

সংবাদ শিরোনাম

recent

রুবেলের হবু বধূর নানাদিক জানালেন হ্যাপি


রুবেল হোসেনের বিয়ে পর্বটা বেশ আগে থেকেই আলোচনায় এসেছে। কনে বরকে পর্যবেক্ষণ ও রুবেল নাকি আস্থা রাখছেন তার পরিবারের সদস্যদের প্রতি। তবে যে মেয়েকে বিয়ে করতে যাচ্ছেন ক্রিকেটার রুবেল হোসেন তার সম্পর্কে অবাক হওয়ার মত তথ্য দিয়েছেন রুবেলের এক সময়ের প্রেমিকা উঠতি মডেল ও নায়িকা নাজনিন আক্তার হ্যাপি।

হ্যাপি সম্প্রতি রুবেলের হবু বধূর নানা বিষয় পরিস্কার করেন। যা একরকম অবিশ্বাস্য বটেই। হ্যাপি রুবেলকে উদ্দেশ করে বলেন, আপনার আংটি বদল হয়েছে আমি আগেই জেনেছি। পাকিস্তান সিরিজ-এর পর বিয়ে করছেন তাও জানি। আপনি কাকে বিয়ে করতে যাচ্ছেন তার পরিচয়টাও আমি জানি। পরে হ্যাপি জানান, রুবেলের হবু বধূর নাম দোলা। তার বাড়ি বাগেরহাট জেলার মুনিগঞ্জে।

দোলা নাকি ক্লাস ৮ এ পড়ে। সে দুইবার জে,এস,সি পরীক্ষা দিয়ে ফেল করেছে। বাগেরহাটে দোলার বেশ সুনাম রয়েছে। হ্যাপি তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, সেটি যুবকদের কারণে। পরে হ্যাপি লেখেন এই বয়সেই দোলা অনেক ছেলেদের নাকে দঁড়ি দিয়ে ঘুরিয়েছে। আর বিয়ের বিষয়ে রুবেলকে ধন্যবাদ জানান হ্যাপি।
রুবেলের হবু বধূর নানাদিক জানালেন হ্যাপি Reviewed by sohel on 22:30 Rating: 5
প্রকাশক ও ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ সোহেল রানা শাখারিয়া (কদিম পাড়া বাজার) বগুড়া । ফোন: +৬০১৭৮৪৭১১৬১ ইমেইল: bogracity7274@gmail.com : নিউজ 24 বগুড়া সর্বস্বত্ব সংরক্ষিত © 2014 - 2019
,

নিউজ ২৪ বগুড়া

Name

Email *

Message *

Powered by Blogger.