Top Ad unit 728 × 90

সংবাদ শিরোনাম

recent

চিকিৎসককে ‘চা খাইয়ে বিদায় করে দেন’ জেল সুপার


আমি জেল সুপারকে বলেছি, আল্লাহ না করুক, বিএনপি নেতা পিন্টুর যদি কোনো দুর্ঘটনা ঘটে, তবে এ জন্য আপনারাই দায়ী থাকবেন। এরপরও তিনি আমাকে পিন্টুর সঙ্গে দেখা করতে দেননি। বরং চা খাইয়ে বিদায় করে দেন’ বলে অভিযোগ করেছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধান ডা. রইছ উদ্দিন।
রোববার এনটিভি অনলাইন ও দ্য রিপোর্টকে এ অভিযোগ জানান তিনি।
ডা. রইছ উদ্দিন বলেন, কারাগারে আনার কয়েক দিন পরেই বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর শারীরিক অবস্থার অবনতি হয়। ২৬ এপ্রিল তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা দেওয়া হয়। পরে আবারও তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
তিনি বলেন, এর আগে রাজশাহী কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ নাসির উদ্দিন আহমেদ পিন্টুর চিকিৎসার জন্য একজন বিশেষজ্ঞ চিকিৎসক চেয়ে হাসপাতাল পরিচালককে চিঠি দেয়। চিঠিতে বলা হয়, বিএনপি নেতা পিন্টুর শারীরিক অবস্থান অবনতি হয়েছে। তবে তাকে হাসপাতালে নয়, কারা হাসপাতালে রেখেই চিকিৎসা দেওয়া হবে। এ কারণে একজন হৃদরোগ বিশেষজ্ঞকে কারাগারে পাঠানোর অনুরোধ করা গেল।
রইছ উদ্দিন বলেন, আমি সিনিয়র জেল সুপারকে বলেছিলাম, আপনারা পিন্টুর জন্য চিকিৎসক চাওয়ায় হাসপাতাল পরিচালক আমাকে পাঠিয়েছেন। তবে কেন আপনারা তাঁর সঙ্গে আমাকে দেখা করতে দিচ্ছেন না?
আমি জেল সুপারকে বলেছি, আল্লাহ না করুক, বিএনপি নেতা পিন্টুর যদি কোনো দুর্ঘটনা ঘটে, তবে এ জন্য আপনারাই দায়ী থাকবেন। এরপরও তিনি আমাকে পিন্টুর সঙ্গে দেখা করতে দেননি। বরং চা খাইয়ে বিদায় করে দেন বলে অভিযোগ করেন তিনি।
এ ব্যাপারে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান পিন্টুর অসুস্থতা প্রসঙ্গে বলেন, নাসির উদ্দিন আহমেদ পিন্টু নানাবিধ অসুখে ভুগছিলেন। হার্ট, কিডনি, ডায়াবেটিক, ব্লাড প্রেসারসহ চোখ ও বুকের সমস্যা ছিল তার। রবিবার দুপুর পৌনে ১২টার দিকে তিনি কারাগারের মধ্যে বুকে ব্যথা অনুভব করেন। গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখানে কারাগারে নিয়োজিত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এম এস সায়েম তাকে চিকিৎসা দেন।
তিনি আরও বলেন, অবস্থার অবণতি হওয়ায় দ্রুত তাকে রামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখান থেকে বিএনপি নেতা পিন্টুকে হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কারা কর্তৃপক্ষের চিঠি এবং ডা. রইছ উদ্দিনকে পিন্টুর সাথে দেখা করতে না দেওয়া প্রসঙ্গে শফিকুল ইসলাম খান বলেন, রামেক হাসপাতাল কর্তৃপক্ষকে গত ২৩ এপ্রিল কারাগার থেকে একটি চিঠি দেওয়া হয়েছিল। সেখানে বিএনপি নেতা পিন্টুকে চিকিৎসা দেওয়ার জন্য ২৫ এপ্রিল কারাগারে একজন বিশেষজ্ঞ চিকিৎসক পাঠানোর অনুরোধ করা হয়। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ ২৫ এপ্রিল কোনো চিকিৎসক না পাঠালে ২৬ এপ্রিল পিন্টুকে রামেক হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয় এবং ওই দিনই তাকে কারাগারে ফিরিয়ে আনা হয়। যেহেতু তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছিল, এ জন্য গত শনিবার রামেক হাসপাতালের চিকিৎসক ডা. রইছ উদ্দিনকে বিএনপি নেতা পিন্টুর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি।
সময়মতো ওষুধ না দেওয়ার বিষয়ে শফিকুল ইসলাম বলেন, বিএনপি নেতা পিন্টুর চিকিৎসা ঢাকার পিজি হাসপাতালের (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) দেওয়া চিকিৎসাপত্র অনুযায়ী চলছিল। এতে কোনো অবহেলা হয়নি।
এদিকে পিন্টুর স্ত্রী নাসিমা আক্তার কল্পনা অভিযোগ করেন, পিন্টুর চিকিৎসায় অবহেলা করে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। তাকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে রাজশাহীতে নেওয়া হয়। হাইকোর্টের নির্দেশনা ছিল, পিন্টুকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা দেওয়া। আমরা আদালতের ওই নির্দেশনার কাগজ আইজি প্রিজনের কাছে দিলেও তাকে রাজশাহী নিয়ে যাওয়া হয়।
তবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ‘পিন্টুর চিকিৎসায় গাফিলতির অভিযোগ’ অস্বীকার করে বলেন, এটা নিয়ে কেউ কোনো রাজনৈতিক বক্তব্য দিলে তা হবে উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন। কারা কর্তৃপক্ষের সঙ্গে আমার কথা হয়েছে। পিন্টু হার্ট এ্যাটাকে মারা গেছে। তাকে কারাগার থেকে রাজশাহী মেডিকেলে নেওয়া হলে সেখানে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
প্রসঙ্গত, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ পিন্টু এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কিন্তু বিডিআর বিদ্রোহের মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় তাঁর মনোনয়ন বাতিল করা হয়। নাসির উদ্দিন পিন্টুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
চিকিৎসককে ‘চা খাইয়ে বিদায় করে দেন’ জেল সুপার Reviewed by sohel on 23:14 Rating: 5
প্রকাশক ও ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ সোহেল রানা শাখারিয়া (কদিম পাড়া বাজার) বগুড়া । ফোন: +৬০১৭৮৪৭১১৬১ ইমেইল: bogracity7274@gmail.com : নিউজ 24 বগুড়া সর্বস্বত্ব সংরক্ষিত © 2014 - 2019
,

নিউজ ২৪ বগুড়া

Name

Email *

Message *

Powered by Blogger.