Top Ad unit 728 × 90

সংবাদ শিরোনাম

recent

ত্রিদেশীয় সিরিজ নিয়ে বিচলিত নয় বিসিবি


বাংলাদেশকে ওডিআই র‌্যাংকিংয়ে পেছানোর জন্য জিম্বাবুয়ে-পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ মিলে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের পায়তারা করছে। তবে এ বিষয়ে মোটেই বিচলিত নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনটিই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী।

দুবাইয়ে আইসিসির  সভা শেষে সোমবার (২৯ জুন) বাংলাদেশে ফেরেন নিজাম উদ্দিন চৌধুরী।

মঙ্গলবার  বিসিবি কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান মিলে যে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করছে তা নিয়ে আমরা বিচলিত নই। ২০১৭ সালের চ্যাম্পিয়নস লিগে র‌্যাংকিংয়ের সেরা আটটি দল খেলবে। আমরা এখন সাতে আছি। আমাদের টপকাতে হলে পাকিস্তানকে ভালো খেলে অনেকগুলো ম্যাচ জিততে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা নিজেরা আলোচনায় বসেছিলাম। র‌্যাংকিংয়ের হিসাবটা জটিল। তবে সহজ হিসাব হচ্ছে, বড় দলের বিপক্ষে জিতলে রেটিং পয়েন্ট বাড়ে।  আর বড় দল ছোট দলকে হারালে জয়ী দলের রেটিং পয়েন্ট তেমন বাড়ে না। সে হিসেবে আমরা সৌভাগ্যবান যে সামনে দক্ষিণ আফ্রিকা সিরিজ পেয়েছি।’

নিজাম উদ্দিন উল্লেখ করেন, ‘বাংলাদেশ দল যেমন ছন্দে আছে তাতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েই আমরা চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করতে পারব। ভারতকে ওয়ানডে সিরিজে হারানোর অনুপ্রেরণায় দক্ষিণ আফ্রিকা সিরিজেও ভালো করবে দল।’

আইসিসির মিটিংয়ে ভারতকে সিরিজ হারানোয় অন্যান্য দেশের বোর্ড কর্তারা বাংলাদেশের প্রশংসা করেছেন বলে জানান নিজাম উদ্দিন চৌধুরী।
ত্রিদেশীয় সিরিজ নিয়ে বিচলিত নয় বিসিবি Reviewed by sohel on 22:44 Rating: 5
প্রকাশক ও ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ সোহেল রানা শাখারিয়া (কদিম পাড়া বাজার) বগুড়া । ফোন: +৬০১৭৮৪৭১১৬১ ইমেইল: bogracity7274@gmail.com : নিউজ 24 বগুড়া সর্বস্বত্ব সংরক্ষিত © 2014 - 2019
,

নিউজ ২৪ বগুড়া

Name

Email *

Message *

Powered by Blogger.