Top Ad unit 728 × 90

সংবাদ শিরোনাম

recent

প্রধানমন্ত্রীর এলাকায় অশ্লীল কর্মকাণ্ড ও বিদেশী জাল মদ তৈরির মূল হোতা হিন্দু যুবক গ্রফতার


গোপালগঞ্জে বিদেশি মদ তৈরির সরঞ্জাম ও ২শ’ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার শহরের মডেলস্কুল রোডের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- খুলনার রূপসা উপজেলার গিলাতলা গ্রামের অমিয় দত্তের ছেলে দেবব্রত দত্ত (৩৮), একই উপজেলার সিংগুরডাঙ্গা গ্রামের পুলিন বিশ্বাসের ছেলে রিপন বিশ্বাস (৩৮) ও ফুলতলা উপজেলা সদরের ইব্রাহিম হাওলাদারের মেয়ে শামীমা শারমীন (২৪)।
গোপালগঞ্জ সদর থানার এসআই বকুল জানান, দেড় মাস আগে বাড়ি ভাড়া নিয়ে সেখানে কেমিক্যালের সাথে বিদেশি মদ মিশিয়ে ভেজাল মদ তৈরি করে বিক্রি করে আসছিল ওই তিনজন। তারা সেখানে অসামাজিক কর্মকাণ্ড চালাত বলেও অভিযোগ রয়েছে।
তিনি জানান, গোপন সংবাদে ওই বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ বিদেশি মদ তৈরির সরঞ্জাম ও ২শ’ পিসইয়াবাসহ ওই তিন মাদক ব্যসায়ীকে আটক করে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
প্রধানমন্ত্রীর এলাকায় অশ্লীল কর্মকাণ্ড ও বিদেশী জাল মদ তৈরির মূল হোতা হিন্দু যুবক গ্রফতার Reviewed by sohel on 22:47 Rating: 5
প্রকাশক ও ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ সোহেল রানা শাখারিয়া (কদিম পাড়া বাজার) বগুড়া । ফোন: +৬০১৭৮৪৭১১৬১ ইমেইল: bogracity7274@gmail.com : নিউজ 24 বগুড়া সর্বস্বত্ব সংরক্ষিত © 2014 - 2019
,

নিউজ ২৪ বগুড়া

Name

Email *

Message *

Powered by Blogger.