Top Ad unit 728 × 90

সংবাদ শিরোনাম

recent

ভারতের পারমাণবিক অস্ত্রভাণ্ডার সম্পর্কে বিশ্বকে সতর্ক করলেন ইমরান খান, ৪০ লাখ মুসলিমের নাগরিকত্ব বাতিল নিয়ে উদ্বেগ


রোববার একাধিক টুইটে ভারতের পারমাণবিক অস্ত্রভাণ্ডার সম্পর্কে বিশ্বকে সতর্ক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। টুইটে ইমরান বলেন, ‘ভারতের পরমাণু অস্ত্রসম্ভারের নিরাপত্তার দায়িত্ব এখন ফ্যাসিস্ট, বর্ণবাদী ও হিন্দু আধিপত্যবাদী নরেন্দ্র মোদী সরকারের হাতে। এটি শুধুমাত্র মহাদেশীয় বা আঞ্চলিক চিন্তার কারণ নয়, এটি সমগ্র বিশ্বের জন্যই উদ্বেগজনক।’ ডন, স্পুটনিক
ইমরান আরো বলেন, ‘গত দু সপ্তাহ ধরে ৯০ লক্ষ কাশ্মীরি কার্যত আটক রয়েছেন। সারা বিশ্বের এই বিষয়ে সতর্ক সংকেত দেয়া উচিত। জাতিসংঘের উচিত সেখানে পরিদর্শক পাঠানো।’ ইমরান মোদি শাসিত ভারতকে নাৎসী জার্মানির সঙ্গে তুলনা করেন। আর এস এস নিয়ে তিনি বলেন, ‘যে কেউ গুগল করে দেখে নিতে পারেন বিজেপি-আরএসএসের আদর্শের সঙ্গে নাৎসিদের মিল কোথায়।’ ইমরান উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘ভারতে প্রায় ৪০ লাখ ইসলাম ধর্মামলম্বী হয় নাগরিকত্ব হারানোর ভয়ে রয়েছেন, আর নয়তো শরণার্থী শিবিরই তাঁদের আশ্রয় হয়ে উঠেছে। আন্তর্জাতিক বিশ্ব কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করলে আরএসএস তাদের ঘৃণা ও গণহত্যার মতবাদ ছড়িয়ে দেবে।’
এরআগে শনিবার পাকিস্তানের মেজর আসিফ গফুর বলেছেন, কাশ্মীর থেকে নজর হঠাতে পাকিস্তানের উপর আক্রমণ করতে পারে ভারত। কিন্তু ভারতের সব আক্রমণের জবাব দিতে প্রস্তুত পাকিস্তান।
ভারতের পারমাণবিক অস্ত্রভাণ্ডার সম্পর্কে বিশ্বকে সতর্ক করলেন ইমরান খান, ৪০ লাখ মুসলিমের নাগরিকত্ব বাতিল নিয়ে উদ্বেগ Reviewed by sohel on 08:16 Rating: 5
প্রকাশক ও ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ সোহেল রানা শাখারিয়া (কদিম পাড়া বাজার) বগুড়া । ফোন: +৬০১৭৮৪৭১১৬১ ইমেইল: bogracity7274@gmail.com : নিউজ 24 বগুড়া সর্বস্বত্ব সংরক্ষিত © 2014 - 2019
,

নিউজ ২৪ বগুড়া

Name

Email *

Message *

Powered by Blogger.