বগুড়ায় যুবলীগ নেতা শামীম গ্রেফতারের ঘটনায় স্বরাষ্ট মন্ত্রণালয়ের তদন্তের দাবি
বগুরা সদর উপজেলার শাখারিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি নাজমুল হাসান শামীমকে গ্রেফতার করেছে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা।
বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি নাজমুল হাসান শামীমের নি:শর্ত মুক্তি দাবী করে বিবৃতি দিয়েছেন জেলা ও উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রকাশ্য দিবালোকে সদর উপজেলার জয়বাংলা কোরবানীর পশুর হাট থেকে গ্রেফতার করে পরদিন অস্ত্র উদ্ধার দেখিয়ে মামলা দিয়ে তাকে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
ইতিপূর্বেও শুধুমাত্র র্যাব-১২ তাকে একই কায়দায় গ্রেফতার করে, একাধিকবার গ্রেফতার ঘটনায় দলীয় নেতাকর্মীসহ বগুড়াবাসী হতবাক হয়েছে। যুবনেতা শামীমের বাড়ী ঘটনাস্থল থেকে অনেক দূরে।
ঐ হাটে সে তার পরিবারের সদস্যদের সাথে গিয়েছিল কোরবানীর পশু ক্রয় করার জন্য, সেখানে অস্ত্র রাখা অবিশ্বাস এবং হাস্যকর বটে। এছাড়া এ ঘটনার পর র্যাব-১২ বগুড়া ক্যাম্পের প্রেস রিলিজে শামীমের বিরুদ্ধে শিশু অপহরন মামলা সহ যে অভিযোগ করা হয়েছে তা সঠিক নয়।
তাই এঘটনায় র্যাব এর উচ্চ পর্যায় এবং স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সুষ্ঠ তদন্ত দাবী করে বিবৃতি দিয়েছেন বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, বগুড়া সদর উপজেলা যুবলীগের সভাপতি অধ্যক্ষ সহিদুল ইসলাম দুলু, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইফতারুল ইসলাম মামুন
র্যাবের অভিযোগ, গ্রেফতারকৃত নাজমুল হাসান শামীম একজন অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসীতিনি বহুদিন ধরে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে স্থানীয় সাধারণ জনগণকে ভীতি প্রদর্শন করত এবং এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।
তাদের এলাকা বাসী নিউজ ২৪ বগুড়া কে বলে যদি নাজমুল হাসান শামীম সন্ত্রাস হয় তাহলে বিপুল ভোট তার ভাই সেই এলাকায় চেয়ারমেন হয় কি করে।
দিনের বেলায় কুরবানীর হাট থেকে হাজার হাজার মানুষের মাঝে থেকে উঠিয়ে নিয়ে গিয়ে শুক্রবার সন্ধ্যায় শহরতলির দ্বিতীয় বাইপাস মহাসড়কের পাশে জোড়গাছা জয়বাংলা হাটে অভিযান চালিয়ে শামীমকে গ্রেফতার করা হয় কিসের অভিযান চালানো হয়েছে মামলাটা পুরোটাই মিথ্যা।
অস্ত্র উদ্ধার র্যাবের সাজানো নাটক ছাড়া আর কিছু না, বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের স্থান প্রায় দুই কিলোমিটার দূরে। ইউনিয়ন পরিষদের নির্বাচনে পরাজিত পক্ষ তার ভাবমূর্তি ক্ষুণ্ণ ও তাকে দুর্বল করতেই র্যাব সঙ্গে যোগসাজশ করে ধরিয়ে দিয়েছে।
র্যাব কমান্ডার জানান, নাজমুল হাসান শামীম গ্রেফতার হওয়ায় এলাকার জনমনে শান্তি ফিরে এসেছে এবং সর্বসাধারণ সাধুবাদ জানিয়েছেন কিন্তু এলাকা বাসি বলছে অন্য কথা যারা এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড করে তাদের যোগ সাজেসে এই মামলাটি করা হয়েছে শুধু নাজমুল হাসান শামীম না তার পুরো পরিবার তাদের নিজ দলের এক অংশের রাজনৈতিক প্রতি হিংসার শিকার ।
এলাকা বাসি আরো বলেন প্রতি পক্ষের আত্মীয় র্যাব এর চাকরি করে তারা তার ক্ষমতায় নাজমুল হাসান শামীমকে উঠিয়ে নিয়ে যায় এবং পরে মামলা করে। র্যাব একটি রাষ্ট্রীয় বাহিনী কি করে কারো কথায় সাধারণ মানুষকে হয়রানি করে । র্যাব বাংলাদেশের মানুষের আস্থার প্রতীক তাই এলাকা বাসি অযথা হয়রানি না করার আহব্বান জানান এবং নাজমুল হাসান শামীমকে নিস্বর্থে মুক্তির দাবি জানান এলাকা বাসি।
বগুড়ায় যুবলীগ নেতা শামীম গ্রেফতারের ঘটনায় স্বরাষ্ট মন্ত্রণালয়ের তদন্তের দাবি
Reviewed by sohel
on
09:37
Rating: