উগ্র হিন্দুত্ববাদি দল বিজেপির নেতারা বাংলাদেশ দখলের দাবি জানিয়েছেন।
কাশ্মীরকে বিশেষ মর্যাদা দিয়ে ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের সিদ্ধান্ত নেয়ায় ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের বিরুদ্ধে বিশ্বজুড়ে বিক্ষোভ প্রকাশ করছে মানুষ।
এমন সময় উগ্র হিন্দুত্ববাদি দল ভারতীয় জনতা পার্টি-বিজেপির শীর্ষ নেতা সুব্রাহ্মনিয়ম স্বামী বাংলাদেশের এক তৃতীয়াংশ ভূখণ্ড দখল করার কথা বলেছেন।
তিনি বলেছেন, সিলেট থেকে খুলনা পর্যন্ত সমান্তরাল রেখা টেনে এই জমি ভারতের হাতে ছেড়ে দিতে হবে বাংলাদেশকে।
সুব্রাহ্মনিয়ম স্বামীর দাবি, ১৯৪৭ সালে দেশ ভাগের পর বাংলাদেশ থেকে এক তৃতীয়াংশ মুসলমান ভারতে অনুপ্রবেশ করেছে। বাংলাদেশ সরকারকে তাদের ফিরিয়ে নিতে হবে। আর তা করতে না পারলে এসব মুসলমানের বসবাসের জন্য বাংলাদেশকে এক তৃতীয়াংশ জমি ছাড়তে হবে।

গত শনিবার আসামের শিলচর থেকে প্রকাশিত বাংলা দৈনিক ‘সাময়িক প্রসঙ্গ’ এ খবর জানায়।
বাংলাদেশের জমি নেওয়ার বিষয় পার্লামেন্টে উত্থাপন করবেন বলেও জানান বিজেপি নেতা সুব্রাহ্মনিয়ম স্বামী।
এবারই প্রথম নয়, এরআগেও উগ্র হিন্দুত্ববাদি দল বিজেপির নেতারা বাংলাদেশ দখলের দাবি জানিয়েছেন।
উগ্র হিন্দুত্ববাদি দল বিজেপির নেতারা বাংলাদেশ দখলের দাবি জানিয়েছেন।
Reviewed by sohel
on
12:00
Rating: