Top Ad unit 728 × 90

সংবাদ শিরোনাম

recent

বক্তব্য বিকৃতির অভিযোগ: মন্ত্রী-এমপি সহ ৪ জনের বিরুদ্ধে জাকির নায়েকের লিগ্যাল নোটিশ


মালয়েশিয়ায় আশ্রয় নেয়া ভারতীয় বক্তা জাকির নায়েক দেশটির মন্ত্রী-এমপি সহ চার ব্যক্তিকে ক্ষমা চাওয়ার জন্য আইনি নোটিশ পাঠিয়েছেন। ৪৮ ঘণ্টার মধ্যে ওই ব্যক্তিরা ক্ষমা না চাইলে তাদের বিরুদ্ধে মানহানির মামলা করার ঘোষণাও দিয়েছেন তিনি।
মালয় মেইল জানিয়েছে, ক্ষমা চাওয়ার জন্য যাদেরকে নোটিশ দেয়া হয়েছে তারা হলেন, পেনাংয় প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী পি. রামাসামি, বাগান ডালামের প্রতিনিধি পরিষদের সদস্য সাতিস মুনিয়ানদি, সাবেক রাষ্ট্রদূত ডেনিস ইগনাটিয়াস ও ক্লাংয়ের এমপি চার্লস সান্তিয়াগো।
আজ সোমবার একটি আইন বিষয়ক ফার্মের মাধ্যমে পাঠানো নোটিশে বলা হয়েছে, গত ৮ আগস্ট দেয়া তার ভাষণ ভুলভাবে উপস্থাপন করেছেন পাঁচ ব্যক্তি। উপরিউক্ত চারজনের বাইরে আরেকজন হলেন মালয়েশিয়ার মানবসম্পদ বিষয়ক মন্ত্রী কুলাসেগারান। তার বিরুদ্ধে আগেই পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন জাকির।
সংবাদমাধ্যমে প্রচারিত বিভিন্ন প্রতিবেদনে দেখা যায়, গত ৮ আগস্টের এক অনুষ্ঠানে জাকির নায়েক বলেছেন, ভারতের সংখ্যালঘু মুসলমানদের চেয়ে মালয়েশিয়ায় থাকা সংখ্যালঘু হিন্দুরা শতগুণ বেশি অধিকার ভোগ করছেন। মালয়েশিয়ায় বসবাসকারী হিন্দুরা দেশটির চেয়ে ভারতের প্রধানমন্ত্রীকে সমর্থন করেন বেশি।
তবে জাকিরের দাবি, তার বক্তব্য সংবাদমাধ্যমে ভুলভাবে তুলে ধরা হয়েছে। এ ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। করা হয়েছে তদন্ত কমিটি।
বক্তব্য বিকৃতির অভিযোগ: মন্ত্রী-এমপি সহ ৪ জনের বিরুদ্ধে জাকির নায়েকের লিগ্যাল নোটিশ Reviewed by sohel on 06:29 Rating: 5
প্রকাশক ও ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ সোহেল রানা শাখারিয়া (কদিম পাড়া বাজার) বগুড়া । ফোন: +৬০১৭৮৪৭১১৬১ ইমেইল: bogracity7274@gmail.com : নিউজ 24 বগুড়া সর্বস্বত্ব সংরক্ষিত © 2014 - 2019
,

নিউজ ২৪ বগুড়া

Name

Email *

Message *

Powered by Blogger.