বিএসএফের গুলিতে ৫ বাংলাদেশি আহত
ভারত থেকে গরু নিয়ে ফেরার পথে বিএসএফের গুলিতে সাতক্ষীরায় পাঁচ গরুর রাখাল আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার কালিয়ানি সীমান্তের বিপরীতে ভারতের দুবলি এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় কয়েকটি গরুর গায়েও গুলি লেগেছে। রাবার বিদ্ধ বেশ কিছু গরু সাতক্ষীরা সীমান্তের কুশখালি খাটালে রাখা হয়েছে।
এলাকাবাসী জানায়, ভারত থেকে গরু আনতে একদল রাখাল চোরাপথে বৃহস্পতিবার ভারতের দুবলি এলাকায় যান। ভোরে গরু নিয়ে ফেরার পথে বিএসএফ তাদের লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। এ সময় আহত হন সাতক্ষীরার কুশখালির মফিজুল ইসলাম, হায়দার আলি, আজিবর রহমান, আমিনুল ইসলাম ও পুটের জামাতা। তারা সবাই দেশে ফিরে এলেও আহত আরও কয়েকজনের খোঁজ পাওয়া যায়নি।
এলাকাবাসী আরও জানান, আজ শুক্রবার ১১২টি ভারতীয় গরু এসেছে কুশখালি খাটালে। পাচার হওয়া অনেকগুলো গরুর শরীরে ছররা গুলির চিহ্ন রয়েছে।
সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মহিউদ্দিন খোন্দকার বলেন, ‘গুলি বর্ষণের বিষয়টি অস্বীকার করেছে দুবলি বিএসএফ ক্যাম্পের সদস্যরা। তবে গরু পাচারকালে কয়েকজনকে আটক এবং অন্যদের ধাওয়া করা হয় বলে তারা জানিয়েছে।’
বিএসএফের গুলিতে ৫ বাংলাদেশি আহত
Reviewed by sohel
on
06:44
Rating: