Top Ad unit 728 × 90

সংবাদ শিরোনাম

recent

কাশ্মীরে প্রতিভার অভাব নেই : ধোনি


ভারতের মোদি সরকার গত ৫ আগস্ট অধিকৃত জম্মু-কাশ্মীরের ওপর থেকে বিশেষ মর্যাদা তুলে নেয়ার আগে থেকেই সেখানে অবস্থান করছেন ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। গত ৩১ জুলাই থেকে ভারতীয় সেনাবাহিনীর সাম্মানিক লেফটেন্যান্ট পদে কাশ্মীরে দায়িত্ব পালন করছেন তিনি। সেখানে গিয়ে কাশ্মীরিদের প্রতিভা নিজে চোখে দেখেছেন ধোনি।
সেখান থেকে ধোনি জানিয়েছেন, কাশ্মীরে প্রতিভার অভাব নেই। অভাব শুধু সঠিক দিক দেখানোর মানুষের। জানা গেছে, সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দক্ষ সেনার মতোই রাইফেল নিয়ে সীমান্তে নজরদারি চালাচ্ছেন ধোনি। এবার কাশ্মীরে ক্রিকেট প্রতিভা খুঁজে বিনামূল্যে প্রশিক্ষণ দিতে চান তিনি। কাশ্মীর থেকে ফিরে এ পরিকল্পনার কথা দিল্লিকে জানাবেন বলেও জানান ক্রিকেটার।
বিশ্বকাপের পর দুই মাসের জন্য বিশ্রামে রয়েছেন ধোনি। একারণে বাদ পড়েছে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে। গত ৩১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত নিজেকে সেনাবাহিনীর সঙ্গে যুক্ত রেখেছেন ধোনি। অন্য সেনাদের মতোই শক্ত হাতে দায়িত্ব সামলাচ্ছেন। ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে লেহতে জাতীয় পতাকা উত্তোলনের কথা রয়েছে তার।
কাশ্মীরে প্রতিভার অভাব নেই : ধোনি Reviewed by sohel on 10:20 Rating: 5
প্রকাশক ও ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ সোহেল রানা শাখারিয়া (কদিম পাড়া বাজার) বগুড়া । ফোন: +৬০১৭৮৪৭১১৬১ ইমেইল: bogracity7274@gmail.com : নিউজ 24 বগুড়া সর্বস্বত্ব সংরক্ষিত © 2014 - 2019
,

নিউজ ২৪ বগুড়া

Name

Email *

Message *

Powered by Blogger.