রূপনগরে বস্তিতে আগুন : কাজ করছে ১৫ ইউনিট
রাজধানীর মিরপুর ৭ নম্বর সেকশনে ঝিলপাড় বস্তিতে আগুন লেগেছে।
শুক্রবার (১৬ আগস্ট) রূপনগর থানার পেছনে চলন্তিকা মোড়ে অবস্থিত বস্তিতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লাগা আগুনে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ফায়ার সার্ভিসে ১৫টি ইউনটের কর্মী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত এবং হতাহতের বিষয়ে বিস্তারিতভাবে তিনি কিছু জানাতে পারেননি।
ঝিলপাড়ের বস্তির চারদিকে বহুতল ভবন থাকার কারণে ফায়ার সার্ভিসের গাড়িগুলো ঘটনাস্থলে পৌঁছাতে পারছে না। এ ছাড়া বস্তির পাশে গাড়ি চলাচলের জন্য কোনও রাস্তাও নেই। বাতাসের কারণে আগুন বহুতল ভবনের দিকে ছড়িয়ে পড়ছে। এ কারণে ভবনের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন।
ঝিলপাড় বস্তিতে প্রায় সাত হাজার ঘর রয়েছে। ভেতরে অনেক লোক আটকা পড়ে আছে।
রূপনগরে বস্তিতে আগুন : কাজ করছে ১৫ ইউনিট
Reviewed by sohel
on
08:04
Rating: