Top Ad unit 728 × 90

সংবাদ শিরোনাম

recent

৪৫ কর্মকর্তা অতিরিক্ত থেকে পুলিশ সুপার


এক মাসের মধ্যে আবারো পুলিশে বড় ধরনের পদোন্নতি হয়েছে। ৪৫ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার থেকে পুলিশ সুপার করেছে সরকার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আ শ ম ইমদাদুদ দস্তগীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ পদোন্নতির আদেশ জারি করা হয়েছে। এর আগে গত ৭ এপ্রিল ১৩৪ কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়েছিল।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- পুলিশ সদর দপ্তরের মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মো. আব্দুর রাজ্জাক, রোমানা আক্তার, বেলাল উদ্দিন, মো. মাশরুকুর রহমান খালেদ, মোহাম্মদ শাহ জালাল, মহিউল ইসলাম, সরদার রোকনউজ্জামান, মুনতাসিরুল ইসলাম ও সৈয়দা জান্নাত আরা।
ঢাকার পিবিআইর মো. ইকবাল, শাহীনা আমিন ও আলী আহমদ খান।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সাহেলী ফেরদৌস, নাছিমা আক্তার, প্রবীর কুমার রায়, এএইচএম কামরুজ্জামান ও মোহাম্মাদ আনোয়ার হোসেন। সিআইডির ফরিদা ইয়াসমিন, মুহাম্মাদ সাইদুর রহামন খান ও মোহাম্মদ সারোয়ার হোসেন।
টুরিস্ট পুলিশের শামসুন্নাহার ও ঢাকা রেঞ্জের মো. আসাদ উল্লাহ চৌধুরী, আর্মড পুলিশ ব্যাটালিয়নের মো. জিয়াউল হক, ট্রাফিক ড্রাইভিং স্কুল (টিডিএস) মো. হুমায়ন কবির, এসবির গিয়াস উদ্দিন আহমেদ, ড. একেএম ইকবাল হোসেন ও সামসুন নাহার, শিল্প পুলিশের মো. মোস্তাফিজুর রহমান ও নৌ পুলিশের সানা শামীনুর রহমান।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জী, সিরাজগঞ্জের মো. মোকতার হোসেন, জামালপুরে মো. নিজাম উদ্দীন, নারায়ণগঞ্জের মো. সাজ্জাদুর রহমান, ফরিদপুরের বিজয় বসাক, বান্দরবানের আ স ম মাহাতাব উদ্দিন, খুলনার জয়দেব চৌধুরী, সিরাজগঞ্জের সুভাষ চন্দ্র সাহা, মানিকগঞ্জের মো. মিজানুর রহমান, রাজশাহীর মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা, মো. আনোয়ার হোসেন ও এসএম রশিদুল হক।
এছাড়া সিলেট এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইসলাম খান, মাদারীপুর হাইওয়ের পুলিশ সুপারের দায়িত্বে থাকা মো. সাজিদ হোসেন ও নীলফামারী জেলার পুলিশ সুপারের দায়িত্বে থাকা মো জোবায়দুর রহমান।
৪৫ কর্মকর্তা অতিরিক্ত থেকে পুলিশ সুপার Reviewed by sohel on 07:42 Rating: 5
প্রকাশক ও ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ সোহেল রানা শাখারিয়া (কদিম পাড়া বাজার) বগুড়া । ফোন: +৬০১৭৮৪৭১১৬১ ইমেইল: bogracity7274@gmail.com : নিউজ 24 বগুড়া সর্বস্বত্ব সংরক্ষিত © 2014 - 2019
,

নিউজ ২৪ বগুড়া

Name

Email *

Message *

Powered by Blogger.