বাংলাদেশ থেকে প্রেমিকা আনুশকার জন্য যে উপহারটি নিয়ে গেছেন বিরাট কোহেলী
বাংলাদেশের বিপক্ষে ২-১ এ সিরিজ হেরে ইতিমধ্যে ভারতে পৌঁছেছে ভারতীয় ক্রিকেট টিম। তবে সিরিজ হারার বেদনায় প্রেমিকার জন্য বাংলাদেশ থেকে উপহার নিতে ভুলে যাননি বিরাট কোহলি। তাই তো ঢাকা ত্যাগের আগ মুহুর্তে আনুষ্কার জন্য জামদানি শাড়ি কিনে নিয়েছে এই ক্রিকেটার।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, বাংলাদেশের বিপক্ষে সিরিজে খুব একটা ভাল করতে পারেননি বিরাট। তিন ম্যাচ মিলে তার রান মাত্র ৪৯। তাই বলে প্রেমিকার আবদার ভুলে যাবেন এমন পুরুষ নন তিনি। তাই বাংলাদেশ থেকে দেশে ফেরার পথে প্রেমিকা আনুষ্কার জন্য জামদানি শাড়ি নিতে ভুলেননি বিরাট।
ঢাকার সোনারগাঁও হোটেলে অবস্থান কালেই মোট সাতটি জামদানি শাড়ি কিনেন বিরাট কোহলি। তার দেখা দেখি অন্য ক্রিকেটাররাও প্রিয়জনদের জন্য জামদানি শাড়ি নিয়েছেন।
বাংলাদেশ থেকে প্রেমিকা আনুশকার জন্য যে উপহারটি নিয়ে গেছেন বিরাট কোহেলী
Reviewed by sohel
on
10:03
Rating:
