এবার রবীন্দ্র গল্পের নায়িকা
মাত্র কিছুদিন হলো অভিনয় শুরু করেছেন ভিট তারকা জান্নাতুন নূর মুন। এরইমধ্যে বেশ কয়েকটি নাটকে যেমন অভিনয় করেছেন পাশাপাশি আসছে ২০ মে থেকে শুরু করতে যাচ্ছেন তিনি আঁকা রেজা গালিবের নির্দেশনায় 'কালের পুতুল' চলচ্চিত্রের কাজ। চলচ্চিত্রে অভিনয়ের আগেই মুন প্রথমবারের মতো রবীন্দ্র গল্পের নায়িকা হয়ে কাজ করছেন। গতকাল রবিবার থেকে গাজীপুরের কালিয়াকৈর জমিদার বাড়িতে শুরু হয়েছে রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে 'পয়লা নম্বর' নাটকের কাজ। এটি নাট্যরূপ দিয়েছেন শামীম হাসান এবং নির্দেশনা দিচ্ছেন সাজ্জাদ সুমন। নাটকটিতে মুন হিন্দু বিবাহিত মেয়ে আনিলা চরিত্রে অভিনয় করছেন। আজ সোমবার নাটকটির শুটিং শেষ হবে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ভিট তারকা মুন বলেন,' ভাবতেই পারিনি এতো অল্প সময়ে রবীন্দ্রনাথের গল্পের নায়িকা হবো আমি নাটকটির নির্দেশক সাজ্জাদ সুমন ভাই এবং অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়ের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। কারণ আমার আনিলা চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তোলার জন্য তারা দু'জন আমাকে ভীষণ সহযোগিতা করছেন। আমি সবার সহযোগিতা নিয়ে নিজেকে একজন গুণী অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।' নাটকটিতে মুনের স্বামীর চরিত্রে অভিনয় করছেন জয়ন্ত চট্টোপাধ্যায়। 'পয়লা নম্বর' নাটকটি আসছে ৮ মে রবীন্দ্র জয়ন্তীতে চ্যানেল আইতে প্রচার হবে। এদিকে আসছে ২০ মে থেকে মুন শুরু করতে যাচ্ছেন তার প্রথম চলচ্চিত্র 'কালের পুতুল'র কাজ। এতে তার সহশিল্পী হিসেবে থাকবেন চিত্রনায়ক রিয়াজ, বন্যা মির্জা, আরিফ অর্কসহ আরো অনেকে।
এবার রবীন্দ্র গল্পের নায়িকা
Reviewed by sohel
on
11:31
Rating:
