ভূমধ্যসাগর থেকে আরো ৩৪০০ অভিবাসী উদ্ধার
ভূমধ্যসাগর থেকে তিন হাজার চারশ'রও বেশি অভিবাসীকে উদ্ধার করেছে ইতালিয়ান কোস্ট গার্ড। গত শনিবার সাগরের লিবিয়া উপকূল ও তৎসংলগ্ন এলাকা থেকে এদের উদ্ধার করা হয়। জীবিকার সন্ধানে আফ্রিকা ও এশিয়া থেকে ইউরোপমুখী জনস্রোত ঠেকাতে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) যখন কার্যকর পদক্ষেপ খুঁজতে গলদঘর্ম হচ্ছে- ঠিক সেই মুহূর্তে এই খবর এলো। ইতালিয়ান কোস্ট গার্ডের মুখপাত্রের বরাত দিয়ে গতকাল রোববার আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, ভূমধ্যসাগরে অভিযান চালিয়ে লিবিয়া উপকূল ও তৎসংলগ্ন এলাকা ছেড়ে আসা বেশ কিছু নৌযান থেকে তিন হাজার ৪২৭ অভিবাসীকে উদ্ধার করা হয়। গত ১২ এপ্রিল প্রায় ৩৮শ' অভিবাসী উদ্ধারের পর এতো বেশি অভিবাসী আটকা পড়লো ইতালিয়ান কোস্টগার্ডের জালে। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, রাজধানী রোমের সদরদফতরের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে কোস্টগাডের্র সদস্যরা ১৬টি নৌযান আটক করেন। এসব নৌযান থেকে উদ্ধার করা হয় তিন হাজার ৪২৭ অভিবাসীকে। এসময় বেশ কিছু দালালকেও আটক করা হয়।
ভূমধ্যসাগর থেকে আরো ৩৪০০ অভিবাসী উদ্ধার
Reviewed by sohel
on
11:25
Rating:
