শ্রুতির প্রতিশ্রুতি

নিজের সেই অভিনয়গুণেই শ্রুতি পরিচিত হতে চান, ‘ক্যারিয়ারের শুরুর দিকে সবাই আমাকে ছবিতে নিতে চাইত স্রেফ আমি কমল হাসানের মেয়ে, এ জন্যই। কিন্তু ছবি ব্যর্থ হলে কেউ আমার পাশে দাঁড়াত না। এটা ছিল আমার জন্য কঠিন এক অভিজ্ঞতা।’ ইন্ডিয়ান এক্সপ্রেস।
শ্রুতির প্রতিশ্রুতি
Reviewed by sohel
on
09:24
Rating:
