সাহারারবিয়ে

সাহারা বিয়ে করছেন। আসছে ৮ মে শুক্রবার তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। সাভারের ধামরাইয়ের ছেলে মাহবুবুর রহমান মনি'র সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন তিনি। প্রায় তিন বছর আগে মাহবুবুর রহমানের সঙ্গে সাহারার পরিচয়। পরিচয় থেকে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠে দু'জনের মধ্যে। অবশেষে উভয় পরিবারের সিদ্ধান্তে আসছে ৮ মে শুক্রবার রাজধানীর মহাখালীর একটি কনভেনশন সেন্টারে বেশ আয়োজনের মধ্যদিয়েই সাহারার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। বিয়ে প্রসঙ্গে সাহারা আক্তার রুনা বলেন,' আমি সবসময়ই বলে এসেছি বিয়ে আল্লাহর হাতে। যখন বিয়ে করবো সবাইকে জানিয়েই বিয়ে করবো। এখন সেই সময় এসেছে। আল্লাহর রহমতে এবং সবার দোয়ায় আমি নতুন জীবনে পা রাখতে যাচ্ছি। সবার কাছে আমি দোয়া চাই যেন সংষার জীবনে সুখী হতে পারি, ভালো থাকতে পারি। ' সাহারাকে সর্বশেষ গত বছর রাজু চৌধুরীর পরিচালনায় 'তোকে ভালোবাসতেই হবে' চলচ্চিত্রে অভিনয় করতে দেখা গেছে। এরপর তাকে আর নতুন কোন চলচ্চিত্রে দেখা যায়নি। ২০০৪ সালে শাহাদৎ হোসেন লিটনের 'রুখে দাঁড়াও' চলচ্চিত্রে শাকিব খানের বিপরীতে অভিনয়ের মধ্যদিয়ে চলচ্চিত্রে সাহারার নায়িকা হিসেবে পথচলা শুরু। খুব ছোটবেলা থেকেই সাহারা নাচ শিখেছেন নৃত্য পরিচালক আজিজ রেজার কাছে। আর সে সুবাদেই এক সময় পরিচয় হয় পরিচালক লিটনের সাথে। ২০০৫ সালে বাবা মারা যাওয়ায় আর পড়াশুনা হয়ে ওঠেনি সাহারার। এ পর্যন্ত সাহারা প্রায় ৫০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। বদিউল আলম খোকন পরিচালিত 'প্রিয়া আমার প্রিয়া' তার অভিনীত সবচেয়ে আলোচিত চলচ্চিত্র। এতে তার বিপরীতে ছিলেন শাকিব খান। এটি ২০০৮ সালের সবচেয়ে ব্যবসা সফল চলচ্চিত্র।
সাহারারবিয়ে
Reviewed by sohel
on
09:30
Rating:
