Top Ad unit 728 × 90

সংবাদ শিরোনাম

recent

শ্যামল মাওলার সুইট বউ অহনা


অভিনয়শিল্পী অহনা। সম্প্রতি ‘ট্র্যাপ’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন তিনি। এ নাটকটি পরিচালনা ও রচনা করেছেন ইভান রায়হান। ২ মে, শনিবার থেকে দুই দিনের শুটিং শেষ করেছেন কক্সবাজারে। নাটকটিতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, তানভীর, অহনা, অমৃন।

নাটক প্রসঙ্গে অহনা রাইজিংবিডিকে বলেন, ‘এ নাটকে আমি একটা সুইট বউয়ের চরিত্রে ।ভিনয় করেছি। একটা সময় আমি কিডন্যাপ হয়ে যাই। নাটকটি চমৎকার একটি গল্পের। এটা না দেখলে বুঝানো যাবে না কে কাকে ট্র্যাপে ফেলছে।’ 

নাটকের গল্পে অহনা শ্যামল মাওলার সুইট বউ। অন্য দিকে অহনার বয়ফ্রেন্ড থাকে তানভীর। এ নিয়ে সৃষ্টি হয় নানান ঘটনা। এ ভাবেই এগিয়ে যায় নাটকের গল্প। আসছে ঈদে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় নাটকটি প্রচারিত হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে। 

ঈদকে সামনে রেখে ট্র্যাপসহ তিনটি নাটকের কাজ শেষ করছেন অহনা। এগুলো হলো সালাউদ্দিন লাভলুর ‘ইয়ার আলীর পিয়ারী বউ’, মেহেদী রাকিবের ‘লাভ বক্স’। এ ছাড়া ‘ইয়েস ম্যাডাম নো স্যার’ শিরোনামের একটি ধারাবাহিকের কাজ করছেন অহনা। এটি পরিচালনা করছেন কায়সার আহম্মেদ। 
শ্যামল মাওলার সুইট বউ অহনা Reviewed by sohel on 12:22 Rating: 5
প্রকাশক ও ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ সোহেল রানা শাখারিয়া (কদিম পাড়া বাজার) বগুড়া । ফোন: +৬০১৭৮৪৭১১৬১ ইমেইল: bogracity7274@gmail.com : নিউজ 24 বগুড়া সর্বস্বত্ব সংরক্ষিত © 2014 - 2019
,

নিউজ ২৪ বগুড়া

Name

Email *

Message *

Powered by Blogger.