Top Ad unit 728 × 90

সংবাদ শিরোনাম

recent

মালয়েশিয়া ও থাইল্যান্ড গিয়ে সিরাজগঞ্জের ৪শ যুবক নিখোঁজ


চোখে রঙিন স্বপ্ন নিয়ে সংসারে স্বচ্ছলতার আশায় সাগরপথে থাইল্যান্ড কিংবা মালয়েশিয়া পাড়ি দিতে ব্যস্ত সিরাজগঞ্জের বিভিন্ন এলাকার বেকার যুবকরা। অবৈধভাবে সাগরপথে কেবল এই জেলা থেকেই মালয়েশিয়া পাড়ি জমিয়েছেন এ পর্যন্ত পাঁচ হাজার যুবক। এদের মধ্যে যাত্রা পথেই নিখোঁজ হয়েছেন চারশ'। আর মারাও গেছেন একজন। অর্থলোভী দালাল চক্রের ফাঁদে পড়ে সহজ সরল পরিবারের যুবকরা সর্বসসান্ত হয়ে পড়ছে। এদিকে পুলিশের দাবি, বিভিন্ন সময় দালাল চক্রের অনেককে আটক করা হলেও কোনভাবেই থামানো যাচ্ছে না পাচার বাণিজ্য। অবৈধভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়া ও থাইল্যান্ডের বনে দালাল চক্রের অমানুষিক নির্যাতনের বর্ণনা করছিলেন বেলকুচি উপজেলার দেলুয়া গ্রামের রেজাউল করিম। পরিবারের দরিদ্রতা ঘোঁচাতে অল্প খরচে ২০১৪ সালে সাগর পথে পাড়ি জমান স্বপ্নের দেশ মালয়েশিয়ায়। কিন্তু দালাল চক্র তাকে নিয়ে যায় থাইল্যান্ডের একটি জঙ্গলে। সেখানে অমানুষিক নির্যাতনের শিকার হন তিনি। শুধু রেজাউল নন, দালালে হাত ধরে এ পথে পা বাড়ান জেলার সদর, বেলকুচি, কামারখন্দ, শাহাজাদপুরসহ আশপাশের উপজেলার অনেকেই। নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরেও এসেছেন কেউ কেউ। স্থানীয়দের দেয়া তথ্য মতে, এক থেকে দুই লাখ টাকা হওয়ায় প্রতিনিয়তই দালালের হাত ধরে থাইল্যান্ড কিংবা মালয়েশিয়া যাওয়ার প্রবণতা বাড়ছে। কিন্তু দালালের হাত বদলে এক সময় এ টাকা বেড়ে যায় দ্বিগুণ। যা দিতে না পারলে শিকার হতে হয় নির্যাতন বা মৃতু। আর প্রশাসনে দেয়া তথ্য অনুযায়ী দালাল চক্র তিন থেকে চারটি সিন্ডিকেটে এ কাজ করে। লোকাল এলাকা থেকে যাত্রীদের নিয়ে যাওয়া হয় কক্সবাজার। সেখান থেকে ট্রলারে করে সাগর পথে মালয়েশিয়া।


কিন্তু অনেকের ভাগ্যই থেমে যায় থাইল্যান্ডের বিস্তীর্ণ এলাকায়। তবে পুলিশের দাবি, দালাল চক্র ধরতে বিভিন্ন সময় অভিযান চালাচ্ছেন তারা। তারপরও থামছে না মানব পাচার। বেসরকারি সংস্থার হিসাবে অবৈধ সাগর পথে সিরাজগঞ্জ জেলা থেকে মালয়েশিয়া পাড়ি দিয়েছেন এ পর্যন্ত পাঁচ হাজার যুবক। যাদের মধ্যে যাত্রা পথেই নিখোঁজ হয়েছেন চারশ। আর মারা গেছেন একজন। তবে সব কাটিয়ে দেশে ফিরেও এসেছেন ৩২ জন। বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের বেলকুচি থানা পুলিশ এক মানব পাচারকারীকে আটক করেছে। আটককৃত শহিদুল ইসলাম (২৮) বেলকুচি উপজেলার মাইঝাইল গ্রামের খয়রুলাহ প্রামানিকের ছেলে। তার বিরুদ্ধে এলাকার নিরীহ মানুষকে প্রলোভন দেখিয়ে ট্রলারে মালয়শিয়া পাঠানোর নামে জিম্মি করে টাকা আদায়সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। বেলকুচি থানার ওসি আনিসুর রহমার জানান, আটককৃত শহিদুলের নামে বেলকুচি থানায় মানব পাচারকারী হিসেবে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন যাবৎ সে পুলিশের চোখ এড়িয়ে চলছিল। গতকাল সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তার বাড়ি থেকে তাকে আটক করে। সে প্রতারণা করে ট্রলারে এলাকার কয়েকশ' মানুষকে মালয়শিয়া পাচার করে কোটি-কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তার পাঠানো বেশ কয়েকজন গভীর সমুদ্রে প্রাণ হারিয়েছে বলেও অভিযোগ রয়েছে। থাই পুলিশের হাতে আটক অনেকেই এখনও কারাগারে বন্দি অবস্থায় দিনযাপন করেছে। জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

মালয়েশিয়া ও থাইল্যান্ড গিয়ে সিরাজগঞ্জের ৪শ যুবক নিখোঁজ Reviewed by sohel on 09:45 Rating: 5
প্রকাশক ও ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ সোহেল রানা শাখারিয়া (কদিম পাড়া বাজার) বগুড়া । ফোন: +৬০১৭৮৪৭১১৬১ ইমেইল: bogracity7274@gmail.com : নিউজ 24 বগুড়া সর্বস্বত্ব সংরক্ষিত © 2014 - 2019
,

নিউজ ২৪ বগুড়া

Name

Email *

Message *

Powered by Blogger.