থাইল্যান্ডে উদ্ধার হওয়া ব্যক্তির তথ্য চেয়েছে বাংলাদেশ
থাইল্যান্ডে মালেয়শিয়া সীমান্তবর্তী সাদাও জেলা থেকে উদ্ধার হওয়া বাংলাদেশির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া তার জাতীয়তা নিশ্চিত করতে থাই সরকারকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কতা জানানো হয়।
গত শুক্রবার সাদাও জেলার ওই জঙ্গল থেকে ৩২টি কবরের সন্ধান পায় থাই পুলিশ। এসব কবরে সমাধিস্থ সবাই বাংলাদেশি ও মিয়ানমারের রোহিঙ্গা বলে থাই গণমাধ্যমে জানানো হয়। সেখান থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। জীবিত ওই ব্যক্তি বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধারকৃত ওই ব্যক্তি সম্পর্কে ও ঘটনার বিস্তারিত জানতে বাংলাদেশি দূতাবাসের পক্ষ থেকে ইতোমধ্যে থাই পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সামাজিক উন্নয়ন ও মানব নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। উদ্ধারকৃত ওই ব্যক্তির কাছে বাংলাদেশে দূতাবাসের প্রতিনিধি দলকে দ্রুত পৌঁছানোর ব্যাপারে সাহায্য করতে থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অনুরোধ জানানো হয়েছে। এ ব্যাপারে থাই পররাষ্ট্র মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা করবে বলে নিশ্চিত করেছে।
এছাড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশে দূতাবাসকে জানানো হয়েছে, উদ্ধারকৃত ওই ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
থাইল্যান্ডে উদ্ধার হওয়া ব্যক্তির তথ্য চেয়েছে বাংলাদেশ
Reviewed by sohel
on
12:04
Rating:
