Top Ad unit 728 × 90

সংবাদ শিরোনাম

recent

পিন্টুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে


নাসির উদ্দিন পিন্টুকে সরকার পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেছেন, ‘পিন্টুকে সরকার পরিকল্পিতভাবে হত্যা করেছে, এর বিচার হতেই হবে। হাইকোর্টের নির্দেশ থাকার পরও কেন তাকে রাজশাহীতে পাঠানো হলো। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাও পার পাবেন না। হাসিনাও পিন্টু হত্যার জন্য সমান দোষী। কারণ তার নির্দেশে পিন্টুকে রাজশাহী নিয়ে যাওয়া হয়েছে। আমি খবর পেয়েছি, পিন্টুকে ডাক্তার দেখানো হয়নি। তারা মানুষ না, নরপশু।’
রোববার রাত পৌনে ৯টায় গুলশানের বাসভবন ফিরোজায় বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্পদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘নাসির উদ্দিন পিন্টু সাবেক এমপি ছিলেন। সংসদ ভবনে তার নামাজে জানাজা করতে চেয়েছিলাম। কিন্তু তারা করতে দেবেন না।’
খালেদা জিয়া আরো বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচনে যাইনি। সরকারের পরিকল্পনা জানতাম। সন্ত্রাসবাদী মহিলা (হাসিনা) ও মানুষ গুমখুনের ওস্তাদের অধীনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে না তাই যাই নাই।’
তিনি বলেন, ‘ধৈর্য দেখিয়ে যাচ্ছি, আর তারা জুলুম করে যাচ্ছে। কিন্তু এভাবে কত চলবে? আমরা শান্তিতে বিশ্বাস করি, তাই আমরা বলছি না, আমরা তাদের মারবো। এমন সময় আসবে যখন জনগণই তাদের মারবে।’
পুলিশ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন দাবির জবাবে বিএনপি চেয়ারপারসন বলেন, ‘আপনাদের বিরুদ্ধে কথা বললে থানায় ঢুকিয়ে পায়ে গুলি করে, নির্বাচনের সময় ব্যালট পেপারে সিল মারে, তাহলে তো পুলিশ ভালো হবেই।’
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সব স্বৈরাচারী শেষ আছে। আপনাদেরও সময় একদিন শেষ হবে। আপনাদের বড় গলায় কথা বলা শোভা পায় না।বাড়াবাড়ি করবেন না। বড় কথা বলা বন্ধ করুন। পুলিশ দিয়ে বেশি দিন টিকে থাকতে পারবেন না। এর প্রমাণ সিটি নির্বাচন।’ এসময় হাসিনাকে ‘লেডি হিটলার’ বলে আখ্যায়িত করেন খালেদা জিয়া।
বক্তব্যের আগে কারারুদ্ধ অবস্থায় রোববার সকালে মারা যাওয়া বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টুর জন্য শোক পাঠ করা হয়।
অনুষ্ঠানে বিএনপির সহ ধর্মবিষয়ক সম্পাদক দীপেন দেওয়ানের সভাপতিত্বে আরো বক্তব্য দেন- স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, উপদেষ্টা মেজর জেনারেল (অব.) রুহল আলম চৌধুরী, সহ আইন বিষয়ক সম্পাদক নিতাই রায় চৌধূরী, ড. সুকুমার বড়ুয়া প্রমুখ।
উল্লেখ্য, নাসির উদ্দিন আহমেদ পিন্টু রোববার সকালে বুকে ব্যথা অনুভব করলে তাকে রাজশাহী কারাগার থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টা ২০ মিনিটে তিনি মারা যান বলে জানিয়েছে কারাকর্তৃপক্ষ।
পিন্টুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে Reviewed by sohel on 12:00 Rating: 5
প্রকাশক ও ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ সোহেল রানা শাখারিয়া (কদিম পাড়া বাজার) বগুড়া । ফোন: +৬০১৭৮৪৭১১৬১ ইমেইল: bogracity7274@gmail.com : নিউজ 24 বগুড়া সর্বস্বত্ব সংরক্ষিত © 2014 - 2019
,

নিউজ ২৪ বগুড়া

Name

Email *

Message *

Powered by Blogger.