তিন সিটি মেয়রের শপথ বুধবার
তিন সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়ররা আগামী বুধবার শপথ গ্রহণ করবেন।
সকাল ১০টায় মিনিটে প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একই দিন নব নির্বাচিত কাউন্সিলর এবং সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলররা শপথ গ্রহণ করবেন।
তিন মেয়রকে শপথ পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া কাউন্সিলদের শপথ করাবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
চট্টগ্রাম সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা আব্দুর রহিম রাইজিংবিডিকে জানান, আ জ ম নাছির উদ্দিন আগামীকাল মঙ্গলবার ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করবেন। বুধবার সকালে তিনি শপথ অনুষ্ঠানে যোগ দিয়ে শপথ গ্রহণ করবেন।
তিন সিটি মেয়রের শপথ বুধবার
Reviewed by sohel
on
12:06
Rating:
