Top Ad unit 728 × 90

সংবাদ শিরোনাম

recent

পাকিস্তানের কবর খুঁড়ছে বাংলাদেশ


আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান প্রায় অজেয় ছিল। ১৯৯৯ বিশ্বকাপে নর্দাম্পটনে বাংলাদেশের কাছে হারার পর দীর্ঘ প্রায় দেড় যুগ ধরে টাইগারদের বিপক্ষে অপরাজিত ছিল পাকিস্তান। তবে শক্তিশালী সেই প্রতিপক্ষকে এবার ঘরের মাঠে মাটিয়ে নামিয়ে আনে টাইগাররা। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করার পর ৯২’র বিশ্বচ্যাম্পিয়নদের একমাত্র টি-২০ তে কার্যত উড়িয়ে দেয় মাশরাফির দল।
ওয়ানডে ও টি-২০’র পর টেস্ট সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে মাঠে নামে মিসবাহ-উল-হকের দল। তবে প্রথম টেস্টের প্রথম তিন দিন চালকের আসনে থাকা সত্ত্বেও শেষ দুই দিন বাংলাদেশের প্রবল প্রতিরোধের মুখে পড়ে ড্র নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হয় সফরকারীরা।
পাকিস্তানের এমন ‘লজ্জাজনক’ পরাজয়ের ফলে দেশটির সাবেক ক্রিকেটাররা জাতীয় দলের খেলোয়াড়দের ওপর বেজায় চটেছেন। একের পর এক মিসবাহ-আজহার আলিদের সমালোচনা করেন রমিজ রাজা, মোহাম্মদ ইউসুফ, ওয়াসিম আকরাম ও শোয়েব আখতাররা।
পাকিস্তানের খেলোয়াড়রা দেশি-বিদেশি মিডিয়ার সমালোচনা থেকেও রক্ষা পায়নি। বিশেষ করে দেশটির বেশ কয়েকটি প্রথম সারির জাতীয় দৈনিক এই ‘লজ্জাজনক’ পারফরম্যান্সের জন্য খেলোয়াড়দের পাশাপাশি কোচকেও কাঠগড়ায় দাঁড় করান। অনেকে আবার পাকিস্তান ক্রিকেটের মৃত্যু হয়েছে বলেও মন্তব্য করেন।
এদিকে পাকিস্তানের ইংরেজি জাতীয় দৈনিক ডেইলি টাইমসের এক কার্টুন নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।
ডেইলি টাইমসের কার্টুনিস্ট খালিদের আঁকা কার্টুনে দেখা যায়, পাশাপাশি দুটি কবর খুঁড়া হয়েছে। একটি ওয়ানডের জন্য ও অপরটি টি-২০’র জন্য। মাটি চাপা দেয়া কবর দ্বারা নির্দেশ করা হয়েছে, পাকিস্তান ক্রিকেটের মৃত্যু ঘটেছে এবং সেটির দাফনও সম্পন্ন হয়েছে।
এর পাশে দেখা যাচ্ছে, আরেকটি কবর খননের কাজ চলছে। যেটি দ্বারা বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের টেস্ট সিরিজের পারফরম্যান্সকে নির্দেশ করা হয়েছে।
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে বাংলাদেশের বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তান জয় না পেলে দেশটির টেস্ট ক্রিকেটেরও মৃত্যু ঘোষিত হবে বলে কার্টুনে নির্দেশ করা হয়েছে।
ওয়ানডে ও টি-২০ তে বাংলাদেশের বিপক্ষে নাকাল হওয়ার পর টেস্ট সিরিজের আগে মিসবাহ বারবার বলেছেন, তাদের ওয়ানডে, টি-২০ দলের তুলনায় টেস্ট দল বেশ শক্তিশালী। টেস্ট সিরিজে নতুন পাকিস্তানকে দেখা যাবে বলেও তিনি ঘোষণা দেন।
তবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে বাংলাদেশের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি মিসবাহ-উল-হকের দল। দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার আগে পাকিস্তান কিছুটা চাপে থাকবে সেটা সহজেই অনুমেয়। খাদের কিনারা থাকা পাকিস্তান আসন্ন ঢাকা টেস্টে ঘুরে দাঁড়াতে পারবে নাকি প্রতিপক্ষের দুর্বলতা কাজে লাগিয়ে বাংলাদেশ দুর্দান্ত কিছু করে দেখাবে সেটা সময়ই বলে দিবে।
পাকিস্তানের কবর খুঁড়ছে বাংলাদেশ Reviewed by sohel on 09:23 Rating: 5
প্রকাশক ও ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ সোহেল রানা শাখারিয়া (কদিম পাড়া বাজার) বগুড়া । ফোন: +৬০১৭৮৪৭১১৬১ ইমেইল: bogracity7274@gmail.com : নিউজ 24 বগুড়া সর্বস্বত্ব সংরক্ষিত © 2014 - 2019
,

নিউজ ২৪ বগুড়া

Name

Email *

Message *

Powered by Blogger.