Top Ad unit 728 × 90

সংবাদ শিরোনাম

recent

ব্যাটিং অনুশীলনে মগ্ন মুশফিক


খুলনা টেস্টে তামিম ইকবাল ও ইমরুল কায়েসের ব্যাটে চড়ে ড্র করেছে বাংলাদেশ। তবে প্রথম টেস্টের দুই ইনিংসে বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিমের ব্যাট সেভাবে কথা বলেনি। তাই সোমবার স্বাগতিকদের কোনো রকম অনুশীলন না থাকলেও অধিনায়ক মুশফিককে ব্যাটিং অনুশীলন নিয়ে ব্যস্ত থাকতে দেখা যায়। দুপুর থেকে বিকাল পর্যন্ত মিরপুরের ইনডোরে ব্যাটিং অনুশীলনে মগ্ন থাকেন টাইগার দলের টেস্ট অধিনায়ক।
আগের দিন খুলনা-ঢাকা আসা যাওয়ার পর সোমবার বিশ্রামেই কাটিয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। এর মধ্যে সাকিব-তামিম পরিদর্শন করে এসেছেন আইসিডিডিআরবি হাসপাতাল। আর বাকিরা সময় কাটিয়েছেন নিজেদের মতো করে। ঢাকা টেস্টের আগে দলগত অনুশীলনটা শুরু হবে মঙ্গলবার থেকে।

সোমবার বাংলাদেশ দলের তারকা ক্রিকেটাররা যখন হোটেলে বন্দি ঠিক তখন জুবায়ের হোসেন লিখনকে সঙ্গে নিয়ে মিরপুরে স্টেডিয়ামে হাজির মুশফিক।  ওয়ানডেতে দুর্দান্ত ফর্মে থাকলেও পরিশ্রমী এ ক্রিকেটার যে রান পাননি প্রথম টেস্টে।
খুলনা টেস্টের শেষ ইনিংসে আঙ্গুলে ব্যথা নিয়ে ব্যাট করতে নামলেও ফিরতে হয়েছে শুন্য রানে। এর আগে প্রথম ইনিংসে সেট হয়েও আউট হয়েছেন ৩২ রানে। এই ব্যাটিং ব্যর্থতা কাটাতেই সোমবার তাই ব্যাটিং অনুশীলনেই পার করলেন লম্বা সময়।
এদিকে ছুটির দিনে ইনডোরের নেটে অধিনায়কের ব্যাটিং অনুশীলনে হাত ঘুরিয়েছেন জুবায়ের হোসেন লিখনও। উইকেট দর্শন শেষে এ দুই ক্রিকেটারের অনুশীলন দেখতে পরে হাজির হয়েছিলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গে ধীর পায়ে হাথুরুসিংহে পৌঁছলেন মিরপুরের উইকেটে। কিছুক্ষণ পর তার সঙ্গে যোগ দিলেন অধিনায়ক মুশফিকও। খুলনা টেস্ট ড্র করায় স্বাগতিক শিবিরে সিরিজ জয়ের স্বপ্ন। যার বাস্তবায়নটা অনেক-খানিই নির্ভর করছে উইকেটের ওপর। তৈরি ঢাকা টেস্টের উইকেটও। খুলনার পর কেমন আচরণ করবে মিরপুরের উইকেট, আগে ভাগেই তার একটা ধারণা পেতে চাইছেন কোচ-অধিনায়ক।

সোমবার তাই মাঠে প্রবেশ করে বাংলাদেশের লংকান কোচ হাথুরুসিংহে সোজা গিয়ে থামলেন উইকেটের সামনে। প্রথমে চোখ বুলিয়ে নিলেন পাশ থেকে। পরে হেঁটে হেঁটে পুরো পিচ দেখলেন খুঁটিয়ে খুঁটিয়ে। ব্যাটিং শেষে কোচের সঙ্গে যোগ দেন মুশফিকও। হাথুরুসিংহে দাঁড়িয়ে থাকলেও উইকেট রহস্য-ভেদে হামলে পড়েন বাংলাদেশ অধিনায়ক। কোচ-অধিনায়কের মাঝে বেশ আলাপও হলো সেখানে। ঘাসের পরিমাণ বুঝতে হাত দিয়ে ঘাস ধরার চেষ্টা করেছেন দুজনই। উইকেট পর্যবেক্ষণ-পর্ব শেষে হাথুরুসিংহে ফিরে গেলেন টিম হোটেলে।
এদিকে কোচ-অধিনায়কের এমন পর্যবেক্ষণই বলে দেয় শুরু হয়ে গেছে শেষ টেস্ট নিয়ে একাদশ সাজানোর পরিকল্পনা। সেটা অস্বাভাবিকও নয়। কারণ, সিরিজ জয়ের সুযোগটা কোনোভাবেই হাতছাড়া করতে চাইছে না মুশফিক বাহিনী।  চন্ডিকা হাথুরুসিংহে ফিরে গেলেও তখনও শেষ হয়নি প্রথম টেস্টে আঙ্গুলে চোট পাওয়া অধিনায়কের ঢাকা টেস্টের  প্রস্তুতি। দুপুরের প্রখর রোদের মাঝে টিম বয় নাসির ও জুবায়েরের সঙ্গে মিরপুরের মাঠে পুরো চার চক্করও দিলেন বাংলাদেশেল এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
ব্যাটিং অনুশীলনে মগ্ন মুশফিক Reviewed by sohel on 09:26 Rating: 5
প্রকাশক ও ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ সোহেল রানা শাখারিয়া (কদিম পাড়া বাজার) বগুড়া । ফোন: +৬০১৭৮৪৭১১৬১ ইমেইল: bogracity7274@gmail.com : নিউজ 24 বগুড়া সর্বস্বত্ব সংরক্ষিত © 2014 - 2019
,

নিউজ ২৪ বগুড়া

Name

Email *

Message *

Powered by Blogger.