নাচতে গিয়ে সবার সামনে নায়িকা নোরার পোশাকটি শরীর থেকে খসে পড়লো! (ভিডিওসহ)
বলিউডে ‘রোয়ার: টাইগার্স অব দ্য সুন্দরবন’ নামের চলচ্চিত্রের মাধ্যমে পা রাখেন আবেদনময়ী অভিনেত্রী নোরা ফাতেহি। সম্প্রতি বছরের
সবচেয়ে আলোচিত ছবি ‘বাহুবলি’র আইটেম গানের জন্য কাজ করছিলেন তিনি, আর
সেখানেই নাচতে গিয়ে তাকে পড়তে হলো বিব্রতকর অবস্থায়! সবার সামনে পোশাক
বিভ্রাটে পড়লেন মরোক্কান অভিনেত্রী নোরা ফাতেহি।
জানা গেছে, বাহুবলি ছবির জন্য একটি আইটেম গানে কাজ করছিলেন অভিনেত্রী নোরা ফাতেহি। আর সেখানেই সবার সামনে তার পোশাকটি শরীর থেকে খসে পড়ে। উপস্থিত এমন কাণ্ডতে লজ্জা না পেলেও যথেষ্ট বিব্রতকর অবস্থায় পড়েন তিনি।
তবে এমন বিব্রতকর অবস্থা থেকে নোরাকে উদ্ধার করতে সাথে সাথেই দৌড়ে আসেন ‘বাহুবলি’ ছবির কেন্দ্রীয় অভিনেত্রী তামান্না; এবং তাকে জাপটে ধরে পরিস্থিতি কিছুটা সামলে নেন।
এ সম্পর্কে মরক্কান এই অভিনেত্রী নোরা বলেন, ওটা আমার জন্য একটা ভয়ঙ্কর মুহূর্ত ছিলো, এরজন্য আমি তামান্নার প্রতি কৃতজ্ঞ। কারণ তার দ্রুত পদক্ষেপের কারণেই আমাকে খুব বেশী বিব্রত হতে হয়নি।
জানা গেছে, বাহুবলি ছবির জন্য একটি আইটেম গানে কাজ করছিলেন অভিনেত্রী নোরা ফাতেহি। আর সেখানেই সবার সামনে তার পোশাকটি শরীর থেকে খসে পড়ে। উপস্থিত এমন কাণ্ডতে লজ্জা না পেলেও যথেষ্ট বিব্রতকর অবস্থায় পড়েন তিনি।
তবে এমন বিব্রতকর অবস্থা থেকে নোরাকে উদ্ধার করতে সাথে সাথেই দৌড়ে আসেন ‘বাহুবলি’ ছবির কেন্দ্রীয় অভিনেত্রী তামান্না; এবং তাকে জাপটে ধরে পরিস্থিতি কিছুটা সামলে নেন।
এ সম্পর্কে মরক্কান এই অভিনেত্রী নোরা বলেন, ওটা আমার জন্য একটা ভয়ঙ্কর মুহূর্ত ছিলো, এরজন্য আমি তামান্নার প্রতি কৃতজ্ঞ। কারণ তার দ্রুত পদক্ষেপের কারণেই আমাকে খুব বেশী বিব্রত হতে হয়নি।
নাচতে গিয়ে সবার সামনে নায়িকা নোরার পোশাকটি শরীর থেকে খসে পড়লো! (ভিডিওসহ)
Reviewed by sohel
on
09:54
Rating:
