চীনে নারীর স্থান দখল করে নিচ্ছে সেক্স ডল (ভিডিও)
চীনে নারীদের স্থান দখল করে নিচ্ছে সেক্স ডল। জীবন্ত নারীর মত অনুভূতি না থাকলেও এই সেক্স ডল চীনের পুরুষদের যৌন চাহিদা মেটাতে নারীর বিকল্প হিসেবে কাজ করছে। সম্প্রতি এই সেক্স ডলের বিক্রি বেড়ে গেছে। বেইজিংয়ে বিক্রি হওয়া এরকম সেক্স ডলের মূল্য প্রায় দুই হাজার পাঁচশ’ ডলার। থার্মোপ্লাস্টিক ইলাস্টোমার দিয়ে তৈরি ওই সেক্স ডল সিলিকনের চাইতেও নরম এবং মানুষের অন্যান্য অঙ্গ-প্রতঙ্গের মতো এরও আছে যৌনাঙ্গ। হঠাৎ করে সেক্স ডলের বিক্রির পরিমাণ বৃদ্ধির কারণ হিসেবে দেখা গেছে, কাজের জন্য অনেক চাইনিজই বেইজিংয়ে অবস্থান করে যাদের স্ত্রী দূরে অবস্থান করে। তাই তারা তাদের যৌন চাহিদা পূরনের জন্য সেক্স ডলকে মাধ্যম হিসেবে বেছে নেয়। লিউ (ছদ্মনাম) নামের একজন বলেন, বিবাহিত কোন পুরুষ যদি স্ত্রীর সাথে বিশ্বাসঘাতকতা করতে না চায় তবে এ বিষয়টির চর্চা খুবই ভাল। লিউ নিজেও তার বেইজিংয়ের বাসায় একটি সেক্স ডল ব্যবহার করেন। এ বিষয়ে তিনি বলেন, নৈতিক দিক বিবেচনা করলে পতিতার সাথে মিলনের চাইতে সেক্স ডলের সাথে মিলন ঠিক আছে।
চীনে নারীর স্থান দখল করে নিচ্ছে সেক্স ডল (ভিডিও)
Reviewed by sohel
on
09:47
Rating:
