শ্রীসান্থদের বিরুদ্ধে চার্জ গঠন আজ
আইপিএল-৬ আসরে স্পট-ফিক্সিং কাণ্ডের চার্জ গঠন হতে চলেছে আজ৷ সোমবারই স্পট-ফিক্সিংয়ে অভিযুক্তদের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে চার্জ গঠন হওয়ার কথা৷ নির্বাসিত ক্রিকেটার এস শ্রীসান্থ, অজিত চান্ডিলা, অঙ্কিত চাওয়ান ছাড়াও মাফিয়া দাউদ ইব্রাহিম ও ছোটা শাকিল আইপিএল গড়াপেটায় অভিযুক্তদের তালিকায় রয়েছেন৷
অতিরিক্ত দায়রা আদালতের বিচারক নীনা কৃষ্ণা অভিযুক্তদের পক্ষের কাউন্সিলকে জানিয়ে দিয়েছিলেন, ৬ জুনের মধ্যে নিজেদের পক্ষে লিখিতভাবে যুক্তি দিয়ে আবেদন করার সুযোগ পাবেন শ্রীসান্থরা৷ দিল্লি পুলিশের চার্জশিটে গড়াপেটা কাণ্ডে জড়িত ৪২ জনের নাম উঠে এসে ছিল৷ যার মধ্যে ছ’জন পলাতক৷
দিল্লি পুলিশের তরফে বলা হয়েছিল, ফোনের কথোপকথোনেই স্পষ্ট যে অভিযুক্তদের মধ্যে ম্যাচ ফিক্সিং ও বেটিং নিয়ে আলোচনা হয়েছিল৷ সেই অভিযোগের পাল্টা দিয়েছিলেন অভিযুক্তদের আইনজীবী৷ এখন দেখার সোমবার কোন কোন বিষয় মাথায় রেখে চার্জ গঠন করা হয়৷
শ্রীসান্থদের বিরুদ্ধে চার্জ গঠন আজ
Reviewed by sohel
on
22:25
Rating:
