নাসিরের পাশে মাশরাফি
ঘটনার সূত্রপাত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। ভারতের বিপক্ষে সিরিজ শেষে ছোট বোনকে নিয়ে বিমানে সৈয়দপুর হয়ে রংপুরের উদ্দেশে রওনা হয়েছিলেন নাসির হোসেন। বোনের বায়না মেটাতে বিমানে একটি সেলফি তুলে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করেন নাসির। ছবির ক্যাপশনে নাসির জানান, পাশে থাকা মেয়েটি তার ছোট বোন। ঘন্টাখানেকের মধ্যেই ছবিতে অনেক লাইক ও কমেন্ট পড়ে।
স্বাভাবিকভাবেই নাসিরের ভক্তদের জন্য ছবিটি অনেক বড় পাওয়া।কিন্তু কিছু মানুষ ছবিটিকে ঘিরে বাজে মন্তব্য করা শুরু করেন। নাসিরের আদরের বোনও বাজে কথা শোনার থেকে রেহাই পায়নি।
বাজে ও কুরুচিপূর্ণ মন্তব্যে শেষ পর্যন্ত ফেসবুক থেকে ছবি মুছে দিতে বাধ্য হন নাসির।এর প্রতিবাদে নাসির ফেসবুকে লিখেন,‘আপনাদের খারাপ মন্তব্য দেখে অনেক কষ্ট পেলাম। আমার ছোট বোনের আবদার মেটাতে তার সাথে আমার ছবি পেজে পোস্ট করেছিলাম। আপনারা অনেকেই বাজে মন্তব্য করেছেন। যেটা নিয়ে অনেকেই ফান পোস্টও করছেন। পোস্টটা ডিলিট করে দিলাম, এখন খুশি তো? আপনাদের মতো ফ্যান আমার দরকার নাই। আমাকে যারা পছন্দ করেন না, তারা আমার ছবিতে লাইক দিবেন না। আমাকে ফলো করবেন না।’
সতীর্থ নাসির হোসেন ও তার বোনকে নিয়ে বাজে মন্তব্য করায় মাশরাফি বিন মর্তুজা নিজের অফিসিয়াল ফেসবুক বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য বন্ধ করে দিয়েছেন। নাসির হোসেনের পাশে দাঁড়াতেই মাশরাফির এমন সিদ্ধান্ত।
এক প্রতিক্রিয়ায় মাশরাফি বিন মর্তুজা রোববার মিরপুরে বলেন,‘নাসিরের পাশে থাকার জন্য, ওই ঘটনার প্রতিবাদ হিসেবে আমি নিজের অফিসিয়াল পেইজ বন্ধ করে দিচ্ছি। ফেইসবুক পেইজ খুলে যদি এমন তিক্ত অভিজ্ঞতাই হয়, দরকার নাই আমার এসব।
নাসিরের পাশে মাশরাফি
Reviewed by sohel
on
22:28
Rating:
