Top Ad unit 728 × 90

সংবাদ শিরোনাম

recent

বিব্রত সোনাক্ষি

জিরো ফিগার বানানো নিয়ে শোবিজ তারকাদের মধ্যে জোর প্রয়াস বরাবরই লক্ষ্য করা যায়। সে প্রয়াসে অনেকটাই এগিয়ে বলিউড তারকারা। যে যেভাবে পারছেন নিজের ফিগারটাকে আকর্ষণীয় করে তুলছেন। এ ব্যাপারে বেশ পিছিয়ে ছিলেন বলিউড তারকা সোনাক্ষি সিনহা। ক্যারিয়ারের শুরুতে নিজের স্থূল ফিগারের জন্য অনেক বেগ পেতে হয়েছিল তাকে। শারীরিক গঠনের কারণে মিডিয়ার সামনে এলেই সোনাক্ষি নানা প্রশ্নের সম্মুখীন হতেন। 'মুটিয়ে যাওয়া শরীরের জন্য কি করছেন? নিয়মিত জিমে যাচ্ছেন তো? অন্য নায়িকাদের মতো জিরো ফিগারে কবে দেখা যাবে?'-এসব প্রশ্নের জবাব দিতে দিতে ক্লান্ত হয়ে পড়তেন শত্রুঘ্ন সিনহা কন্যা। তবে গত দুই বছরে নিজেকে অনেকটাই বদলে নিয়েছেন সোনাক্ষি। ওজন কমানোতে এখন আগের চেয়ে অনেক বেশি আকর্ষণীয় লাগে তাকে। তবুও পুরনো প্রশ্নগুলো সামনে আসে বার বার। এ নিয়ে বেশ বিব্রতকর পরিস্থিতির মধ্যে রয়েছেন 'দাবাং' খ্যাত এ তারকা। সমপ্রতি এক সাক্ষাতকারে ফের সোনাক্ষিকে তার ওজন কমানো নিয়ে প্রশ্ন করা হয়। মুক্তি প্রতিক্ষীত ছবি 'আকিরা'য় তার দৈহিক সৌন্দর্য্য কতটা উপভোগ করবেন দর্শক? এমন প্রশ্ন শুনে বেশ চটে যান সোনাক্ষি। নিজেকে মেলে ধরার প্রত্যয়ে শারীরিক অবস্থার আমুল পরিবর্তন করেছেন তিনি। তবু যখন এসব কথা এখনও শুনতে হয় তখন খারাপ লাগাটা স্বাভাবিকই বটে। তবে এ নিয়ে খানিকটা বিব্রত বোধ করলেও মোটেও হতাশ নন সোনাক্ষি।


বিব্রত সোনাক্ষি Reviewed by sohel on 11:22 Rating: 5
প্রকাশক ও ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ সোহেল রানা শাখারিয়া (কদিম পাড়া বাজার) বগুড়া । ফোন: +৬০১৭৮৪৭১১৬১ ইমেইল: bogracity7274@gmail.com : নিউজ 24 বগুড়া সর্বস্বত্ব সংরক্ষিত © 2014 - 2019
,

নিউজ ২৪ বগুড়া

Name

Email *

Message *

Powered by Blogger.