Top Ad unit 728 × 90

সংবাদ শিরোনাম

recent

ইমনের সাথে কলকাতার শুভশ্রী

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রীর সঙ্গে রাঙাপরী মেহেদীর বিজ্ঞাপনে মডেল হয়েছেন সুদর্শন নায়ক ইমন। সমপ্রতি কলকাতা থেকে জিঙ্গেলভিত্তিক এ বিজ্ঞাপনচিত্রের শুটিং করে দেশে ফিরলেন ইমন। জানালেন, সনক মিত্রের নির্দেশনায় অত্যন্ত জমকালো আয়োজনে বিজ্ঞাপনচিত্রের শুটিং হয়েছে। ইমন বলেন, শুভশ্রী দারুণ অভিনেত্রী এবং অত্যন্ত কো-অপারেটিভ। কাজ করতে খুবই ভাল লেগেছে। রাঙাপরী মেহেদীর বিজ্ঞাপনের প্রচার শুরু হবে সহসাই। বিজ্ঞাপনটি সবারই ভাল লাগবে বলে ইমন আশাবাদ ব্যক্ত করে বলেন, শুভশ্রীর সঙ্গে কাজ করতে গিয়ে দারুণ অভিজ্ঞতা হয়েছে। একসঙ্গে সিনেমায় কাজ করার কথাও হয়েছে। আশা করছি অদূর ভবিষ্যতে আমরা একসঙ্গে সিনেমাতেও কাজ করতে পারবো। এদিকে জনপ্রিয় নায়ক ইমনের এখন সব ভাবনা চিন্তা জুড়েই 'পদ্মপাতার জল' ছবিটি। তন্ময় তানসেন পরিচালিত এ ছবিটি আসন্ন ঈদে মুক্তি পাওয়ার প্রস্তুতি নিচ্ছে। প্রেমের ছবি 'পদ্মপাতার জল'-এ ইমনের নায়িকা বিদ্যা সিনহা মীম। ইমন-মীম জুটির দ্বিতীয় ছবি এটি। এর আগে তারা ইমপ্রেস টেলিফিল্মের ছবি 'জেনাকির আলো'তে অভিনয় করেছিলেন। ইমন বলেন, 'পদ্মপাতার জল' ছবিটি খুবই ভাল হয়েছে। দর্শকেরা ছবি দেখে খুব আনন্দ পাবেন। আমার বিশ্বাস, ছবিটি ঈদ উৎসবে সব শ্রেণীর দর্শকের ভাল লাগবে।
ইমনের সাথে কলকাতার শুভশ্রী Reviewed by sohel on 11:21 Rating: 5
প্রকাশক ও ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ সোহেল রানা শাখারিয়া (কদিম পাড়া বাজার) বগুড়া । ফোন: +৬০১৭৮৪৭১১৬১ ইমেইল: bogracity7274@gmail.com : নিউজ 24 বগুড়া সর্বস্বত্ব সংরক্ষিত © 2014 - 2019
,

নিউজ ২৪ বগুড়া

Name

Email *

Message *

Powered by Blogger.