Top Ad unit 728 × 90

সংবাদ শিরোনাম

recent

শত শত ইয়াজিদি হত্যা আইএসের হাতে

ইরাকের পশ্চিমে মসুল শহরে ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠী ৩০০ জন ইয়াজিদি বন্দিকে হত্যা করেছে। ইয়াজিদি প্রগ্রেস পার্টির বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার মসুলের তাল আফার অঞ্চলে এই হত্যাযজ্ঞ চালানো হয়। ইরাকের ভাইস-প্রেসিডেন্ট ওসামা আল-নুজাইফি এই হত্যাকা-কে 'ভয়ঙ্কর ও বর্বরোচিত' বলে মন্তব্য করেছেন। জাতিসংঘের হিসেব মতে, আইএস কমপক্ষে ৪০ হাজার ইয়াজিদি শিশু, নারী, পুরুষ ও বৃদ্ধকে এখন পর্যন্ত অপহরণ করেছে। আরো ৫০ হাজার ইয়াজিদি যাদের মধ্যে অর্ধেকের বেশি শিশু সীমান্ত পার হয়ে সিরিয়া ও তুরস্ক আশ্রয় গ্রহণ করেছে। বেশিরভাগ বন্দি ইয়াজিদি নারী ও শিশুকে আইএস তাদের দাস হিসেবে রেখেছে। তবে কেন ও কিভাবে তাদের হত্যা করা হয়েছে এই বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। উল্লেখ্য, প্রথমবারের মতো চলতি বছরের জানুয়ারিতে আইএস ২০০ ইয়াজিদি নারী ও শিশুকে মুক্তি দিয়েছিল কিরকুক অঞ্চলে।

শত শত ইয়াজিদি হত্যা আইএসের হাতে Reviewed by sohel on 11:20 Rating: 5
প্রকাশক ও ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ সোহেল রানা শাখারিয়া (কদিম পাড়া বাজার) বগুড়া । ফোন: +৬০১৭৮৪৭১১৬১ ইমেইল: bogracity7274@gmail.com : নিউজ 24 বগুড়া সর্বস্বত্ব সংরক্ষিত © 2014 - 2019
,

নিউজ ২৪ বগুড়া

Name

Email *

Message *

Powered by Blogger.