Top Ad unit 728 × 90

সংবাদ শিরোনাম

recent

নাসির হোসেনের ছবিতে নোংরা মন্তব্যকারীদের চিহ্নিত

বোনের সঙ্গে তোলা জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেনের ছবিতে নোংরা মন্তব্যকারীদের কয়েকজনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। যাদের সবাই শিক্ষার্থী বলে জানা গেছে। সামাজিক মাধ্যমে এই ঘটনা নিয়ে হৈ চৈ পড়ে যায়। জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে নিজের ফেসবুক পেজ বন্ধ করে দিয়েছেন।নাসিরের মুছে দেওয়া ছবির স্ক্রিনশট দেখে ওই নোংরা মন্তব্যকারীদের চিহ্নিত করা সম্ভব হয়েছে। ফেসবুক খুঁজে পরিচয় জানা গেছে। এতে কয়েকজনের নাম, পরিচয় ও ছবির সন্ধান পাওয়া যায়।
এখন পর্যন্ত পাওয়া মন্তব্যকারীদের মধ্যে রয়েছেন এমবিএ শিক্ষার্থী নূরে আলম সিদ্দীকী, অর্থনীতির শিক্ষার্থী হৃদয় আহমেদ শিপু। এছাড়া মুহাম্মদ নুরুল করিম আকিব, তাহসিন, আমিন মুহাম্মদ, তারেক হাসান রুমেল, মামুনর রশিদ, ফাহিম, আহামেদ সুমন নামের কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। যাদের অনেকেই নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট বর্তমানে বন্ধ রেখেছেন।
উল্লেখ্য, গত ২৫ জুন তিনি নিজের ফেসবুক পেজে ছোট বোনের সঙ্গে তোলা একটি সেলফি পোস্ট করেন। মূলত ছোট বোনের আবদার রক্ষা করতেই এ ছবি তোলা এবং ফেসবুকে পোস্ট করা। কিন্তু সেই ছবিতে অশ্লীল, কুরুচিপূর্ণ ও নোংরা মন্তব্যের হিড়িক দেখে নাসির ছবিটি ডিলিট করেন।এ বিষয়ে পরে এক পোস্টে তিনি লিখেছেন, ‘আপনাদের খারাপ মন্তব্য দেখে অনেক কষ্ট পেলাম। আমার ছোট বোনের আবদার মেটাতে তার সাথে আমার ছবি পেজে পোস্ট করেছিলাম। তাই বলে আপনারা অনেকেই বাজে মন্তব্য করেছেন। যেটা নিয়ে অনেকেই ফান পোস্টও করছেন। পোস্টটা ডিলেট করে দিলাম এখন খুশি তো? আপনাদের মত ফ্যান আমার দরকার নাই। আমাকে যারা পছন্দ করেন না তারা আমার ছবিতে লাইক দিবেন না। আমাকে ফলো করবেন না।এ ঘটনায় ২৮ জুন রবিবার জাতীয় দলের অধিনায়ক মাফরাফি বিন মর্তুজা তার অফিসিয়াল ফেসবুক পেজে বাংলাদেশকে ‘কান্ট্রি রেস্ট্রিক্ট’ করে দেন। ফলে বাংলাদেশের কোনও ফেসবুক ব্যবহারকারী মাশরাফির পেজটি দেখতে পাচ্ছেন না।
নাসির হোসেনের ছবিতে নোংরা মন্তব্যকারীদের চিহ্নিত Reviewed by sohel on 07:51 Rating: 5
প্রকাশক ও ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ সোহেল রানা শাখারিয়া (কদিম পাড়া বাজার) বগুড়া । ফোন: +৬০১৭৮৪৭১১৬১ ইমেইল: bogracity7274@gmail.com : নিউজ 24 বগুড়া সর্বস্বত্ব সংরক্ষিত © 2014 - 2019
,

নিউজ ২৪ বগুড়া

Name

Email *

Message *

Powered by Blogger.